সিরাজগঞ্জ জেলা শহর হতে কাজিপুর উপজেলার দুরত্ব ২৬ কি.মি। সড়ক ও নৌপথে এ উপজেলায় আসা যায়। সিরাজগঞ্জ জেলা শহর হতে বাস (কাজিপুর বাসষ্ট্যান্ড), সিএনজি (কড়িতলা) যোগে উপজেলা পরিষদ বাসষ্ট্যান্ডে নামতে হবে। সেখান থেকে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের ৪র্থ তলা পরিসংখ্যান অফিসে আসা যায়।
পোষ্টাল ঠিকানা-
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয়, কাজিপুর, সিরাজগঞ্জ।
মোবাইল নাম্বারঃ ০১৭২৭-০৪৯৪২২
০১৮৪১-৯৯৯০৪৯
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS