উপজেলা পরিসংখ্যান কার্যালয়, কাজিপুর, সিরাজগঞ্জ এর ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম

Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কাজিপুর উপজেলার মোট জনসংখ্যা: ২,৮১,৪২৯ জন, পুরুষ-১,৩৬,৬৬২ জন, মহিলা-১,৪৪,৭৬৭ জন, চালিতাডাঙ্গা: ৩৬,৪০৮ জন, চরগিরিশ: ২১,৬১৩ জন, গান্ধাইল: ২৮,৯৭৮ জন, কাজিপুর সদর: ১৮,০০৬জন, খাসরাজবাড়ী: ১২,৫০৩ জন, মাইজবাড়ী: ২৪,৫২৮ জন, মনসুরনগর: ২৪,০০৮ জন, নাটুয়ারপাড়া: ১৮,২৯৭ জন, নিশ্চন্তপুর: ১৬,৪২৫ জন, শুভগাছা: ১০,৪৯৯ জন, সোনামুখী: ৪১,৬৬৬ জন,তেকানী: ১৫,১৫৩ জন, কাজিপুর পৌরসভা: ১৩,৩৪৫ জন, মোট খানার সংখ্যা: ৭৪,৮৪৫ টি, কৃষি খানার সংখ্যা: ৪৪,৪০৬ টি, খানার আকার:৩.৭৩ জন, স্বাক্ষরতার হার: ৬৩.৯৫%,পুরুষ:৬৭.২০%, মহিলা:৬০.৯৩ %



ভিশন ও মিশন
  • জাতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠান হিসাবে স্থানীয় ও আন্তর্জাতিক ভাবে প্রতিষ্ঠা লাভ।  

  • বিবিএস এর নেতৃত্বে সমন্বিত, পেশাদারী, দক্ষ এবং কার্যকরী জাতীয় পরিসংখ্যান ব্যবস্থা প্রতিষ্ঠা করা।   

  • পরিসংখ্যান নেটওয়ার্কিং স্থাপন ও শক্তিশালীকরণ এবং এ কাজের জন্য ডিজিটাল আর্কাইভ প্রতিষ্ঠা ও তার ব্যবহার করা। 

  • পরিসংখ্যান বিষয়ে দক্ষ জনশক্তি তৈরীর লক্ষ্যে দেশে বিদেশে প্রয়োজনীয় প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ ও কার্যক্রম নিশ্চতকরন।    

  • জনকল্যাণে পরিসংখ্যান সংক্রান্ত পরামর্শ ও সেবা প্রদানের পাশাপাশি পরিসংখ্যানের ভূমিকা ও কার্যক্রমের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।

  • সঠিক ও মানসম্মত এবং সময়ানুগ পরিসংখ্যান সরবরাহ।  

  • নীতি নির্ধারক, পরিকল্পনাবিদ গবেষক ও সিদ্ধান্ত গ্রহণকারীগণের চাহিদামাফিক উপাত্ত পরিবেশন।